ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে সহায়তা পাঠালো তুরস্ক

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনে পাঁচ ট্রাক মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট। অভিযানের তৃতীয় দিন শনিবার টিআরটি ওয়ার্ল্ডের অফিশিয়াল টুইটারে পেজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার গাড়িতে করে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছিল তুরস্ক রেড ক্রিসেন্ট ও রাষ্ট্রীয় সংস্থা ডিজ্যাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি (এএফএডি)।

তুরস্ক রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিকের টুইটার পোস্টের বরাতে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রেডক্রসের সঙ্গে সমন্বয় করে গাড়িবহরে জরুরি প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে।

কিনিক বলেন, তাদের দল উদ্ধার হওয়া ও বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের কাছে বিভিন্ন ধরনের তাঁবু ও ক্যাটারিং যানবাহন পৌঁছে দেবে।

এএফএডির পক্ষ থেকে বলা হয়, পাঁচটি ট্রাকে খাদ্য, কম্বল, বিছানা, পরিচ্ছন্নতা সামগ্রী ও তাঁবু রয়েছে। এসব সামগ্রীর পাশাপাশি ইউক্রেনে যাবে মানবিক সহায়তাকারী একটি দলও।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন জায়গা ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন ইউক্রেনীয়রা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটিতে লক্ষাধিক মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ