ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আরেক শহর দখলে নিয়েছে রুশবাহিনী

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১০

বিনা বাধায় ইউক্রেনের মেলিতোপোল শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। দেশটির সংবাদ সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুক্ষণ আগেই বলছিলেন শহরটিতে তীব্র গোলাগুলি চলছে।

মেলিতোপোল শহরে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এটি ইউক্রেনের দক্ষিণ পূর্বের দিকের একটি শহর। ক্রিমিয়া ও আজভ সাগরের নিকটেই এর অবস্থান।

এদিকে সন্ধ্যার দিকে রাজধানী কিয়েভে বেশ কটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিতশকো বিবিসিকে জানান, তিনি পাঁচটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তায় সতর্ক করে দিয়ে বলেছেন, রাতের কয়েক ঘণ্টায় রাশিয়ান সৈন্যরা রাজধানী কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাতে পারে।

রুশ সেনাদের হামলার মুখে পিছিয়ে নেই ইউক্রেন। দেশটি দাবি করছে, তাদের সৈন্যরা এ পর্যন্ত সহস্রাধিক রুশ সেনাকে হত্যায় সমর্থ হয়েছে। পাশাপাশি যুদ্ধ সরঞ্জামও ধ্বংস করছে।

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ