ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে বেসামরিক হতাহত নিয়ে উদ্বিগ্ন তালেবান

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৩

আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী তালেবান বলেছে, ইউক্রেনে বেসামরিক হতাহতের সম্ভাবনার ব্যাপারে তারা উদ্বিগ্ন। পূর্ব-ইউরোপের এই দেশটিতে চলমান রুশ আগ্রাসনের ব্যাপারে শুক্রবার এক বিবৃতিতে উদ্বেগের কথা জানিয়েছে তালেবান।

বিবৃতিতে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ইস্যুতে নিজেদের পররাষ্ট্রনীতি মেনে নিরপেক্ষ অবস্থানে থাকবে তালেবান। আফগানিস্তানের ইসলামিক আমিরাত পূর্ব-ইউরোপের উভয় দেশ রাশিয়া এবং ইউক্রেনকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলেছে, সহিংসতা তীব্র হতে পারে এমন অবস্থান গ্রহণ করা থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। আমরা ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বেসামরিক হতাহতের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী; বিশ্বের কোনো দেশ এখনও যাদের স্বীকৃতি দেয়নি, তারা ইউক্রেন এবং রাশিয়াকে সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ