ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

২৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৮

যুদ্ধে রাশিয়ার ২৮০০ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে করেছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩ টা পর্যন্ত ২৮০০ রুশ সেনা নিহত হয়েছে। এছাড়াও ৮০ টি রাশিয়ান ট্যাংক, ৫২৬টি আর্মড কমব্যাড ভিহিকেল, ১০টি এয়ারক্রাফ্ট এবং ৭টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী ফেসবুক এক পোস্টের মধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক মস্কোর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও জানিয়েছে আল জাজিরা।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছেন। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত ও ৩১৬ জন আহত হয়েছেন।

জানা গেছে, এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘শত্রুরা’ ওবোলোনে পৌঁছে গেছে। এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, পার্লামেন্ট থেকে মাত্র নয় কিলোমিটার দূরে।

মলোটভ ককটেল বা পেট্রল বোমা তৈরি করে লড়াইয়ে অংশ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছে তারা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ