ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দখল নয়, ইউক্রেনকে নিরস্ত্র করাই লক্ষ্য : রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮

মস্কো ইউক্রেন দখল করতে চায় না। তাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্র করা বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

একটি গণতান্ত্রিক দেশকে উৎখাত করা রাশিয়ার ইচ্ছা কি না, এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ‘দেশটিকে গণতান্ত্রিক বলা যাবে না।’

এ সময় ইউক্রেনে রুশভাষীদের প্রতি আচরণের বিষয়ে প্রশ্ন নিয়ে তোলেন তিনি।

কীভাবে রাশিয়া প্রতিবেশীর উপর আক্রমণকে ন্যায্যতা দিতে পারে, এমন প্রশ্নের জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাবেক যুগোস্লাভিয়া, ইরাক ও লিবিয়ায় পশ্চিমা হস্তক্ষেপের উল্লেখ করে বলেন, ‘এসব জায়গায় গণতন্ত্র প্রচারের নামে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটেছে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ