ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯

ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলে সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা করেছে ইউক্রেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলে সামরিক আগ্রাসন শুরু করেছে। এর আগে কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু ইউক্রেন ন্যাটোতে যোগদান করবে না তার নিশ্চয়তা চেয়েছিল পুতিন। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যায়নি।

ইউক্রেনের উপর যেকোনো আক্রমণ হলে কড়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। কিন্তু তা গ্রাহ্য করেনি রাশিয়া।

প্রেসিডেন্ট জেলেনস্কি দেশে জরুরি অবস্থা জারি করেছে। তিনি রুশ আগ্রাসন মোকাবেলায় দেশের নাগরিকদের যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রুশ হামলা বন্ধে দেশটির জনগণকে পুতিনের ওপর চাপ প্রয়োগ করতেও আহ্বান জানিয়েছেন। সূত্র : বার্তা সংস্থা রয়টার্স।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ