ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লোহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরে ইউক্রেন সংকট আরো ঘনীভূত হয়েছে। বেজে উঠেছে যুদ্ধের ধামামা। এরই পেক্ষিতে রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে এ ঘোষণা দেন। বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় আসা রাশিয়ার ব্যাংক পাঁচটি হলো- রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক ও ব্ল্যাক সি ব্যাংক। পাশাপাশি রুশ নাগরিক গেনেডি তিমচেনঙ্কো, ইগোর রোটেনবার্গ ও বরিস রোটেনবার্গকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনজন রাশিয়ার ধনী ব্যক্তি।

পার্লামেন্টে বরিস জনসন বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দ করা হবে। এমনকি যুক্তরাজ্যে যাতায়াতও করতে পারবেন না তারা।

নয়া শতাব্দী/জেআেই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ