ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইউরোপে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৫৭

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২১, ০০:৪০

পশ্চিম ইউরোপে শতাব্দীর ভয়াবহতম বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। আর এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছে অন্তত ১৩৩ জন।

সিএনএন জানিয়েছে, ১০০ বছরের ইতিহাসে ভয়াবহ বৃষ্টিপাতে পশ্চিম ইউরোপে যে প্রাকৃতিক বিপযয় তৈরি হয়েছে তাতে শত শত মানুষ এখনো নিঁখোজ রয়েছে। বন্যায় ধসে পড়েছে অসংখ্য ঘর-বাড়ি।

জার্মানিতেও কয়েকশ লোক এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার পুলিশের হিসাব বলছে, দেশটির কোলন শহরের দক্ষিণে আভাইলা জেলায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বহু শহরে বন্যার পানি এখনও অনেক উপর দিয়ে বইছে ও ঘরবাড়ি ভেঙে পড়া অব্যাহত আছে।

জার্মানির বন্যাকবলিত এলাকাগুলোতে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও। বেলজিয়ামে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ