ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ইউনিস

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:৪০

যুক্তরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ইউনিস। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।

দ্যা নিডলসে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ১২২ মাইল, যা যুক্তরাজ্যে ইতিহাসে সর্বোচ্চ। ঝড়ের তাণ্ডবে দেশটির বিভিন্ন এলাকার বেশকিছু ঘড়-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ২০ হাজার ঘরবাড়ি।

এ পর্যন্ত যুক্তরাজ্যে দু’জন আহত হয়েছে। আয়ারল্যান্ডে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছে । লন্ডনসহ বেশকিছু এলাকায় রেড এলার্ট জারি রয়েছে।

ঝড়ের কারণে ডেভন, কর্ণওয়াল ও সমারসেট এবং সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় বসবাসকারী লাখ লাখ মানুষকে তাদের বাড়ির ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এপর্যন্ত চারশ'র বেশি ফ্লাইট স্থগিত হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ