ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আল-আকসার জন্য ৬০ বার গ্রেফতার যে নারী

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২১, ১৮:২১ | আপডেট: ১৭ জুলাই ২০২১, ১৮:২৫

পবিত্র ভূমি আল-আকসা দখলমুক্ত করতে গিয়ে ৬০ বার গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনি বীর নারী হালাওয়ানি।

জানা যায় ওই নারী উগ্রবাদী ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের সংগঠন 'মুরাবিতাত' এর নেতৃত্ব দিচ্ছেন।

অবৈধ দখলদার ইসরাইলী বাহিনীর কাছে এক আতঙ্ক এ বীর ফিলিস্তিনি নারী।

আছেন ইসরায়েলী পুলিশের সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি নারী তালিকায়। আল-আকসায় এই নারীকে নিষিদ্ধ করেছে ইসরাইল সরকার।

কয়েক সপ্তাহ আগেও ইসরাইলী দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি এই সাহসী নারী।

তবে প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও অন্যান্য নারীদের সংগঠিত করে ঝাঁপিয়ে পড়েছেন আন্দোলনে। ইসরাইল সেনারা যখন জুতা পরে এবং অস্ত্র নিয়ে পবিত্র আল-আকসায় প্রবেশ করে তখন বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনি এসব নারীরা। পুরুষদের পাশাপাশি তারাও কঠোর আন্দোলনে শরিক হন।

নয়া শতাব্দী/ জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ