ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাইডেন-ফেসবুক পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২১, ১৭:৫১

এবার বাইডেন-ফেসবুক পাল্টাপাল্টি অভিযোগ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা সংক্রমণ এবং কোভিড টিকা নিয়ে ভুল তথ্য পরিবেশন বিষয়ে শুক্রবার (১৬ জুলাই) জো বাইডেনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তারা মানুষকে হত্যা করছে। আমাদের মধ্যে যারা টিকা নেননি, মহামারিটি কেবল তাদের মধ্যেই রয়েছে।’

এদিকে ফেসবুক বলছে, এমন মন্তব্য জনস্বাস্থ্য রক্ষায় 'আক্রমণাত্মক পদক্ষেপ।'

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক বার্তা জারি করে জানান,‘টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে মৃত্যু এবং করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গেছে।’

শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ‘কোভিডের টিকা নিয়ে ভুল তথ্য প্রকাশের বিরুদ্ধে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সঠিক পদক্ষেপ নিচ্ছে না। আমি বলছি না, তারা পদক্ষেপ নিচ্ছে না। অবশ্যই তারা পদক্ষেপ নিচ্ছে, তবে তা যথেষ্ট নয়।

আবার ফেসবুক এক বিবৃতিতে বলছে,‘করোনাভাইরাস নিয়ে প্রায় এক কোটি ৮০ লাখের বেশি ভুল তথ্য তারা অপসারণ করেছে।”

নয়া শতাব্দী/ জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ