ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন, বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৮

যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়ারবর্ন সিটির আল-হুদা ইসলামিক অ্যাসোসিয়েশন মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় সশস্ত্র সন্দেহভাজন বন্দুকযুদ্ধে মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ইসলামিক সেন্টারের পেছনের প্রবেশদ্বারে আগুন দেখতে পেয়ে এগিয়ে আসেন টহলরত ডিয়ারবর্ন পুলিশ কর্মকর্তারা।

ঘটনাস্থলে তারা একজন সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হন। তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিলে তিনি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষা করতে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে হামলাকারী মারা যান। এ সময় পুলিশের কোনো কর্মকর্তা আহত হননি।

ডিয়ারবর্ন শহরের নব-নিযুক্ত পুলিশ ইসা শাহিন বলেছেন, এটি সামগ্রিকভাবে একটি দুঃখজনক ঘটনা ছিল। সম্প্রদায়কে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে অত্যন্ত পেশাদারিত্ব এবং সাহসের সঙ্গে সাড়া দেওয়ায় আমি আমাদের কর্মকর্তাদের প্রশংসা করি।

এদিকে আমেরিকান হিউম্যান রাইটস কাউন্সিল এক বিবৃতিতে ঘটনাটিকে মসজিদে ‘অগ্নিসংযোগের হামলা’ বলে অভিহিত করেছে। একইসঙ্গে তারা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রশংসাও করেছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ