ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুলে ২ বিদেশি সাংবাদিক গ্রেফতার

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৮

জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআরের সঙ্গে আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়ে দুই বিদেশি সাংবাদিক গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গ্রেফতারদের মধ্যে একজন ব্রিটেনের অ্যান্ড্রিউ নর্থ, যিনি বিবিসির সাবেক সংবাদদাতা। অন্য আরেকজনের পরিচয় জানা যায়নি।

ইউএনএইচসিআরের পক্ষ থেকে এক টুইটার বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, তাদের সঙ্গে কর্মরত কয়েকজন আফগান নাগরিককেও গ্রেফতার করেছে তালেবান।

আল-জাজিরা বলছে, অ্যান্ড্রিউ নর্থ ২০ বছর ধরে আফগানিস্তানের সংবাদ সংগ্রহের কাজ করে আসছেন। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো তার নখদর্পনে।

এদিকে, অ্যান্ড্রিউ নর্থের স্ত্রী ন্যাটালিয়া এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি সেখানে জাতিসংঘের হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে গেছেন। গ্রেফতার হওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার।

অপরদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মাসুদ জানিয়েছন, ব্যাপারটি প্রশাসনের নজরে আনা হয়েছে। অচিরেই সুরাহা হবে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ