ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানের রিজার্ভ ২ খাতে ব্যয় করবে আমেরিকা

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮

আফগানিস্তানের ৭ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ৯/১১ এর ক্ষতিগ্রস্ত ও আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে ব্যয় করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বাইডেন প্রশাসনের সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, শুক্রবার এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করবেন জো বাইডেন। এ আদেশের ফলে যুক্তরাষ্ট্রের ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা পুরোটাই হারাবে কাবুল।

এপির খবর অনুযায়ী, রিজার্ভের অর্ধেক, অর্থাৎ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে ব্যয় করবে ওয়াশিংটন। তবে এ ক্ষেত্রে আফগানিস্তানের তালেবান সরকার কোনোভাবে সংশ্লিষ্ট থাকবে না।

রিজার্ভের বাকি অর্থ ব্যয় করা হবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টু-ইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে।

গত দুই দশকে আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত ছিল বিদেশি সহায়তা। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর বিদেশি সহায়তা বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রিজার্ভও স্থগিত করে দিয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার বরাবরই এ অর্থ ছাড় দেওয়ার দাবি জানিয়ে আসছে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ