ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

গুরুত্বপূর্ণ অংশ ছাড়াই বিমানের উড্ডয়ন (ভিডিও)

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৩

৭০ জন যাত্রী নিয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ ছাড়াই উড্ডয়ন করেছিল একটি বিমান। উড্ডয়নের পর রানওয়েতেই বিমানটির ওই অংশটি পড়ে থাকতে দেখা গেছে বলে বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

অল অ্যালাইন্স এয়ার ফ্লাইটের ওই বিমানটি ভারতের মুম্বাই থেকে গুজরাট যাওয়ার পথে ইঞ্জিন কভার ছাড়াই উড্ডয়ন করে বলে এনডিটিভি জানায়।

কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের পর রানওয়েতে ইঞ্জিন কভার পড়ে থাকতে থাকা যায়। এর পর এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে সতর্ক করে দেয়।

এ ব্যাপারে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন কভার না থাকলেও বিমান চলাচলে তেমন প্রভাব পড়ে না। ইঞ্জিনে বাতাসের প্রবাহে এর কিছুটা প্রভাব পড়তে পারে।

অবশ্য ওই বিমানটিও নিরাপদেই গন্তব্যে অবতরণ করে বলে কর্তৃপক্ষ জানায়।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ