ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘হিজাব এখন আমার অঙ্গ হয়ে গিয়েছে’

প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫০
বিবিসি

সামজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার তুঙ্গে ভারতের কর্নাটকের একটি ভিডিও। কাটাতারের গণ্ডি পেরিয়ে যেই ভিডিও নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে সারা পৃথিবীব্যাপি।

ভিডিওতে দেখা যায়, একজন ছাত্রী একটি স্কুটি চালিয়ে কলেজে প্রবেশ করছেন। এসময় তাকে তাকে প্রবেশ করতে দেখে গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে উদ্দেশ্য করে- জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। একসময় শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে তাদের স্লোগানের জবাবে ওই ছাত্রী ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেন। কলেজ চত্বরে থেমে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই ছাত্রী বলেন, ‘আমি বোরকা পরলে সমস্যা কী?’

জানা যায়, ওই ছাত্রীর নাম বিবি মুসকান খান। মুসকান মান্দিয়া প্রাক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের বাণিজ্য শাখার শিক্ষার্থী। ঘটনার দিন মুসকান কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে গণমাধ্যমকে মুসকান বলেন, ‘গত সপ্তাহ থেকে এটা শুরু হয়েছে। আমি বরাবরই বোরখা আর হিজাব পরতে অভ্যস্ত। ক্লাসে বোরখা খুলে হিজাব পরে নেই। হিজাব এখন যেন আমার অঙ্গ হয়ে গিয়েছে। কলেজের প্রিন্সিপালও কোনও দিন কিছু বলেননি। বহিরাগতরা এটা শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রিন্সিপাল আমাদের বোরখা আনতে মানা করেছেন। কিন্তু হিজাবের দাবিতে আমাদের প্রতিবাদ জারি থাকবে।’ মুসকান জানান, ‘আমার হিন্দু বন্ধুরাও আমার সঙ্গে আছে। আজ সকাল থেকে একের পর এক ফোন পাচ্ছি। আমি আশ্বস্ত।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ