ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঘরে নির্যাতনের দায়ে খোয়ালেন প্রধানমন্ত্রীর পদ!

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮

পেরুর প্রধানমন্ত্রী হওয়ার চারদিনের মাথায় হেক্টর ভ্যালের পিন্টো বিরুদ্ধে মেয়ে এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে। আর এই অভিযোগের প্রেক্ষিতেই প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লো তাকে পদত্যাগের নির্দেশ দেন। দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন স্বয়ং তার স্ত্রী ও মেয়ে!

গত শুক্রবারই প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, তিনি মন্ত্রিসভায় রদবদল করবেন। তার ঠিক তিন দিন আগেই নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী করেছিলেন হেক্টর ভ্যালেরকে। কিন্তু, মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই হেক্টরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। গত ছয় মাসে এই নিয়ে চারবার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লো। তবে ভ্যালের তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ, যে অভিযোগকে উপলক্ষ করে তাঁকে অপসারণ করা হল, তা একেবারেই ভিত্তিহীন। তিনি কোনো দিনই তার স্ত্রী বা মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেননি। বরং দেশের সরকার যাতে সুষ্ঠুভাবে গঠিত এবং পরিচালিত হয়, তা নিশ্চিত করতেই কাজ করে গেছেন। আগামী দিনেও তাই করবেন বলে জানিয়েছেন হেক্টর।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ