ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭

ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ইউক্রেন-রাশিয়া মধ্যকার উত্তেজনা। এই উত্তেজনার মধ্যেই এবার নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে যেকোনো সময় রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

স্কট মরিসন বলেছেন, তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। তার সরকার চায় নিজ দেশের নাগরিকরা যেন দ্রুত ইউক্রেন ছাড়েন। ইউক্রেনে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকরা যদি চান তবে তাদের দেশটি ছেড়ে চলে আসার এখনই সময়। তিনি বলেন, যারা এখনও ইউক্রেনে আছেন তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে কয়েক সপ্তাহ ধরেই কাজ করছেন দূতাবাসের কর্মীরা।

প্রধানমন্ত্রী স্কট মরিসন আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান করার জন্যও রাশিয়াকে আহ্বান জানিয়েছেন। এদিকে, ইউক্রেন ইস্যুতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, যেকোনো দিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই পরিস্থিতিতেও কূটনৈতিক পন্থায় সংকটের সমাধান হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ