ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ন্যাটোর সম্প্রসারণ বন্ধে যে আহ্বান জানাল চীন ও রাশিয়া

প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৩ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৮

ন্যাটো জোটের সম্প্রসারণের বিরুদ্ধে এবার একাট্টা হলো চীন ও রাশিয়া। পশ্চিমা চাপের মুখে কাছাকাছি আসা প্রভাবশালী দুই বিশ্বনেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউক্রেন ঘিরে উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের আহ্বান জানালেন।

শুক্রবার বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকস-এর উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এক বৈঠকে এ আহ্বান জানান তারা। ক্রেমলিন দুই নেতার যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, যুক্তরাষ্ট্র ও এর মিত্র পশ্চিমা দেশেগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির মধ্যে শুক্রবার চীন সফরে রয়েছেন পুতিন। শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে স্থানীয় সময় আজ শুক্রবার বিকালে দেশটির বেইজিংয়ে পৌঁছান তিনি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে চলতি বছর প্রথম বিদেশ সফরে চীনে এলেন পুতিন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন পুতিন।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ