ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

৮ স্ত্রী নিয়ে একই ঘরে বসবাস! (ভিডিও)

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২২, ০৫:২৫

আমাদের দেশে জনপ্রিয় একটি সিনেমা আছে ‘চার সতিনের ঘর’। কিন্তু আমাদের বাস্তব জীবনটা অনেক আলাদা। একজন স্ত্রী নিয়েও কারো কারো দাম্পত্য জীবনে সুখের দেখা মেলে না; সেখানে যদি হয় আট জন। সত্তিই অবাক করার বিষয় এটি।

তবে এমন একটি ঘটনা সেটি সিনেমাতেই ঠিক ছিলো কিন্তু সিনেমা নয় বাস্তবেই একসঙ্গে আট স্ত্রীর সঙ্গে বাস করছেন এই ব্যক্তি। তিনি আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন।

তিনি আটজন স্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের ওই ব্যক্তির বসবাসের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ওং ড্যাম সোরোট নামে ওই ব্যক্তি পেশায় এক জন ট্যাটু শিল্পী।

আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন বলে দাবি করেছেন সোরোট। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলে জানিয়েছেন তিনি। আট স্ত্রীই তাকে খুব ভালবাসেন। যত্ন নেন। এজন্য নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন সোরোট।

আট স্ত্রীর প্রত্যেকের প্রেমে পরেই তাদের বিয়ে করেছেন বলে জানিয়েছেন সোরোট। কিভাবে আটজন স্ত্রীর সঙ্গে পরিচয় হলো সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সোরোট। প্রত্যেকের সাথেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। এবং বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে গিয়ে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন তার পর বিয়েও করেন তাকে।

দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। মায়ের সঙ্গে এক মন্দিরে পুজা দিতে গিয়ে সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরোটের। তার সাত স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়ে আলাপ নয় অষ্টম স্ত্রী নাং মেইয়ের সঙ্গে।

প্রথম স্ত্রীর পক্ষে এক ছেলে রয়েছে সোরোটের। এছাড়া দুজন স্ত্রী সন্তানসম্ভবা।

স্ত্রী আছে জেনেও কেনো সোরোটের প্রেমে পড়েছিলেন জানতে চাইলে তার সব স্ত্রী এক কথায় স্বীকার করেছেন যে, ‘পাগলের মতো’ সোরোটের প্রেমে পড়েছিলেন তারা। এক বাড়িতে তাদের সবার মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না বলে জানিয়েছেন সোরোটের স্ত্রীরা।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ