ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পশ্চিমবঙ্গে ট্রলার ডুবে ৯ মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২১, ১১:৪১

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ট্রলারডুবির ঘটনায় ৯ মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তকরণ এবং ময়নাতদন্ত চলছে কাকদ্বীপ সুপার‌ স্পেশ্যালি‌টি হাসপাতালে। খবর এএনআই।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এফবি হৈমবতী নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ১২ জন। খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি তীরে ফিরে আসছিল। ফেরার পথে বকখালির রক্তেশ্বর চরের কাছে ট্রলারটি উল্টে যায়।

সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা ঝাঁপিয়ে পড়ে দুই জনকে জীবিত উদ্ধার করে এবং ট্রলারটি উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দ‌রে নেওয়া হয়। চলে পানি সেচার কাজ। পরে কেবিন থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার হয়।

অন্যদিকে, ১২ জনের মধ্যে নিখোঁজ একজনের খোঁজে প্রশাসন এবং অন্যান্য মৎস্যজীবীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ