ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

খোলাবাজারে করোনা টিকা বিক্রির অনুমোদন দিলো ভারত

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২২, ০৫:৩৬

ভারতের সব হাসপাতাল ও ক্লিনিককে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তবে ফার্মেসিতে টিকা বিক্রির অনুমতি আপাতত দেওয়া হয়নি। এত দিন শুধু সরকার নির্ধারিত হাসপাতালেই বিনামূল্যে দেওয়া হতো করোনার টিকা। খবর বার্তা সংস্থা পিটিআই-এর।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) এই ছাড়পত্র দিয়েছে। টিকার দামও সরকার বেঁধে দিয়েছে। সর্বোচ্চ দাম ২৭৫ রুপি, তার সঙ্গে যুক্ত হবে ১৫০ রুপি সার্ভিস চার্জ।

করোনার টিকা বিক্রিতে শর্ত হলো, দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে তাদের টিকাসংক্রান্ত সব ধরনের চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য সরবরাহ করতে হবে। টিকাদানের পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সে দিকেও দুই সংস্থাকে নজর রাখতে হবে। দুই সংস্থা খোলাবাজারে টিকা সরবরাহের অনুমতি চেয়েছিল গত বছরের অক্টোবর মাসে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ