ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিমানের চাকায় লুকিয়ে আফ্রিকা থেকে নেদারল্যান্ডস

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২২, ০৩:৪৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৩

মালবাহী বিমানের সামনের চাকায় চড়ে প্রায় ১১ ঘণ্টার পথ পেরিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস পৌঁছেছেন এক ব্যক্তি।

রোববার (২৩ জানুয়ারি) আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণকারী কার্গোলাক্সের একটি মালবাহী বিমানের সামনে চাকার নিচে থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ।

বেশি উচ্চতায় অনেক ঠান্ডা এবং কম অক্সিজেনের কারণে দীর্ঘ ফ্লাইটে চাকার খোপে চড়া লোকের পক্ষে বেঁচে থাকা খুবই অস্বাভাবিক ঘটনা।

ডাচ সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি বিবেচনায় ওই ব্যক্তি এখন সুস্থ আছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

পুলিশ বলছে, ওই ব্যক্তির বয়স ও নাগরিকত্ব এখনো নির্ধারণ করা হয়নি।

রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিমানের নাকের চাকার অংশে ওই ব্যক্তিকে জীবিত পাওয়া গেছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। … লোকটির এখনো বেঁচে থাকা খুব লক্ষ্যণীয় ব্যাপার। ’

বিমানে মাল বহনকারী কম্পানি কার্গোলাক্সের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, চাকায় চড়া লোকটি কার্গোলাক্স ইতালিয়া পরিচালিত একটি ফ্লাইটে উঠেছিলেন।

ফ্লাইটের তথ্য অনুসারে, রোববার জোহানেসবার্গ থেকে শিফল যাওয়ার একমাত্র কার্গোলাক্স মালবাহী ফ্লাইটটিও নাইরোবিতে থামে। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা না কেনিয়ায থেকে বিমানের চাকায় উঠে বসেছিলেন তা জানা যায়নি। সূত্র: এএফপি

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ