ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মেয়ের জন্য গাওয়া গান ২৪ বছর পর হঠাৎ ভাইরাল

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২২, ০৬:২৯

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মালাউয়ির এক বৃদ্ধ ওই অঞ্চলের মহা টিকটক তারকা বনে গেছেন। ওই ব্যক্তির নাম গিদ্দেস চালামান্দার। তিনি মেয়ের জন্য ২৪ বছর আগে একটি গান গেয়ে ছিলেন। সাম্প্রতি হঠাৎ করে সেই গানটি ভাইরাল হয়ে আফ্রিকার সীমানা ছাড়িয়ে এশিয়া মহাদেশেও। ওই গানটি এখন পর্যন্ত টিকটকে ৮ কোটিবারের বেশি দেখা হয়েছে।

গিদ্দেসের বয়স এখন ৯২ বছর। স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেক দূরে তিনি। তবু কীভাবে হঠাৎ এমন জনপ্রিয় হয়ে গেলেন তিনি, নিজেই জানেন না গিদ্দেস চালামান্দা।

বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়ে চালামান্দা বলেন, বেশ কিছুদিন ধরে মানুষের মোবাইল ফোনে আমার গানের ভিডিও দেখছি। তারা নিজেরাই এসে দেখায়। কিন্তু এটি কীভাবে হলো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে মানুষ যে গানটি উপভোগ করছে, তা বেশ ভালো লাগছে।

গানটি ২৪ বছর আগে নিজের মেয়ের জন্য গেয়ে রেকর্ড করেছিলেন চালামান্দা। এতদিন এটি নিয়ে কোনো আলোচনা না হলেও ভিডিওটি ইউটিউবে আপলোডের পরই ভাইরাল হয়ে যায়। ইউটিউবে ৬৯ লাখের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। এরপর গত বছরের শেষের দিকে ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়। সেখান থেকে ছড়িয়ে পড়ে সবখানে।

মূলত স্থানীয় এক তরুণ শিল্পী চালামান্দাকে নিয়ে সম্প্রতি ‘লিন্নি হু’ শিরোনামে ওই গানটির একটি আধুনিক রেকর্ড করেন। পরে এটিই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

গানটি শুনতে এখানে ক্লিক করুন...>>>

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ