ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৬

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২২, ০৩:২৬

পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৭০০ বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি গণমাধ্যমে বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে।

সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। তিনি আরো জানান, এতে আহত হয়েছেন আরো চার জন।

এই কর্মকর্তা বলেন, ভারি বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায় তবে সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে।

আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জানান সায়েক, ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন নি এই কর্মকর্তা।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ