ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বইয়ের একটি পাতার দাম ৩৩ লাখ ডলার!

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২২, ০৭:০৯

স্পাইডারম্যান কমিক বইয়ের একটি পাতা বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। টেক্সাসের ডেলাস শহরে অনুষ্ঠিত নিলামে ওই কমিক পাতাটির দাম ওঠে ৩৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

১৯৮৪ সালে প্রকাশিত স্পাইডারম্যানের কালো সিম্বিওট স্যুটের প্রথম উপস্থিতি দেখানো হয়েছে ওই পেজে।

নিলামে বিক্রি হওয়া এই কমিক চরিত্রটি বর্তমানে সবচেয়ে দামি সুপারহিরো চিত্রকর্ম হিসেবে স্থান করে নিয়েছে। কালো সিম্বিওট স্যুটের প্রথম উপস্থিতি দেখানো হয় মার্ভেল কমিক্সের সিক্রেট ওয়ারস নম্বর ৮-এর ২৫ তম পৃষ্ঠায়। ছবিটি একেছিলেন মাইক জেক। এ চিত্রকর্ম থেকে পরে মাইক জেক ‘অ্যান্টি-হিরো ভেনম’ চরিত্রটি সৃষ্টি করেন।

গত কয়েক দশকে স্পাইডারম্যান-সুপারম্যানেরসিনেমা তৈরি হয়েছে। যার জনপ্রিয়তা ছড়িয়েছে বিশ্বব্যাপী। স্পাইডারম্যান তথা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন একাধিক হলিউড তারকা। এছাড়াও মার্ভেল সিরিজের অন্যা চরিত্র যেমন ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, থর, হাল্ক ইত্যাদি চরিত্রেরও জনপ্রিয়তাও রয়েছে বিশ্বব্যাপী। সূত্র: বিবিসি।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ