ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

গন্ধ শুঁকেই করোনা শনাক্ত করবে কুকুর

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২২, ০০:৪৭

আগে থেকেই আমরা জানি কুকুর গন্ধ শুঁকে লুকানো বোমা-মাদক শনাক্ত করতে পারতো। কিন্তু এবার এই প্রাণীটি করোনাও শনাক্ত করতে পারবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

মাহামারি করোনাভাইরাসের প্রথম থেকেই বিজ্ঞানীরা কুকুরকে প্রশিক্ষণ দিয়ে প্রথমবারের সফলতার মুখ দেখলো তারা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) জানিয়েছে, কুকুর অত্যন্ত সংবেদনশীল ঘ্রাণশক্তি সম্পন্ন প্রাণী। কেউ কোনো রোগে আক্রান্ত হলে তার দেহ থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, যা শুঁকে কুকুর জানিয়ে দিতে পারবে ওই ব্যক্তির রোগ সম্পর্কে।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে এই প্রক্রিয়ায় পরীক্ষাও শুরু হয়েছে। লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডে এই প্রক্রিয়ায় পরীক্ষা শুরু করেছে।

এনসিবিআই জানিয়েছে, ফিনল্যান্ড ও লেবাননে পরিচালিত পরীক্ষাগুলোর ক্ষেত্রে করোনা আক্রান্তদের শনাক্তকরণে কুকুর সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ শতাংশ সাফল্য পাওয়া গেছে। এর পর থেকেই করোনা শনাক্তে স্নিফিং কুকুর মোতায়েনের সংখ্যা বাড়ছে। দুবাইয়ের পুলিশ ৩৮টি স্নিফার কুকুরের একটি বিশেষ ইউনিট গঠন করেছে, যা ৯২ শতাংশ নির্ভুলভাবে মানুষের ঘামের নমুনা থেকে কোভিড শনাক্ত করতে সক্ষম হয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ