ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২২, ০৬:২৩

বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যেই নিজরে সরকারি বাসভবনে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে বিরোধীরা তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে বরিস জনসন বলেন, ‘আমার ব্যক্তিগত আচরণের কারণে জনগণ যে আমার নেতৃত্বধীন সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন- তা আমি অনুভব করতে পারছি।’

তিনি বলেন,‘ব্যক্তিগত ভাবে আমি পার্টিতে ছিলাম মাত্র ২৫ মিনিট। ৬ টার দিকে আমি সেখানে গিয়েছিলাম, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেছিলাম, তারপর ৬ টা ২৫ মিনিটে অফিসে এসে কাজে যোগ দিয়েছি।’

এর আগে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ