ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২২, ০৩:৩১

ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গে করোনার (কোভিড-১৯) সংক্রমণের হার সবচেয়ে বেশি।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ৩২.১৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ২২.৩৯ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৩.১ শতাংশ।

পশ্চিমবঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা এরই মধ্যে এ লাখ ছাড়িয়েছে। ২০২২ সালের একেবারে শুরুর দিকে জেলাভিত্তিক সংক্রমণের হারের দিক থেকে কলকাতা ছিল দ্বিতীয় স্থানে। আর শীর্ষে ছিল হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলা। বর্তমানে সংক্রমণের হারে শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ