ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েতে করোনা সংক্রমণ বেড়েছে

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২২, ০৬:০১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২, ০৬:১৫

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। দেশটিতে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৯৭ জন আক্রান্ত হয়েছেন, যা গত ৭ দিনের ব্যবধানে দ্বিগুণ। গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৪ জনের।

করোনা বাড়লেও এমন পরিস্থিতিতে কারফিউ অথবা বিমানবন্দর বন্ধের দিকে হাঁটতে চাচ্ছে না কুয়েত। তবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

নতুন নিয়মের মধ্যে, স্থানীয় নাগরিক ও প্রবাসীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। সংক্রমণ রোধে স্থানীয় সময় বুধবার (১২ জানুয়ারি) থেকে গণ পরিবহনে ৫০ শতাংশ যাত্রী ধারণ করতে হবে। এছাড়া সভা, সম্মেলন, টিকা ব্যতীত পার্লার, সেলুন, জিম সেন্টারে প্রবেশেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ