ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যৌন হয়রানির দায়ে ঐতিহাসিক রায় দিলো সৌদি আরব

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২২, ০২:২১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২, ০৫:৪৭

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির জনসম্মুখে নাম প্রকাশ করা হবে বলে রায় দিয়েছেন আদালত।

সোমবার (১০ জানুয়ারি) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন মদিনার একটি ফৌজদারি আদালত। দেশটিতে যৌন হয়রানির মামলায় অপরাধীর নাম প্রকাশ করার এটিই প্রথম রায়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শাস্তি পাওয়া ব্যক্তির নাম ইয়াসির আল-আরাভি। এক নারীকে অশ্লীল মন্তব্য করে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে আট মাসের জেল ও এক হাজার ৩৩০ ডলার জরিমানা করা হয়।

খবরে বলা হয়, যৌন হয়রানির জন্য দোষী ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করার একটি আইন অনুমোদন করে দেশটির মন্ত্রিপরিষদ। গত বছরের জানুয়ারিতে নতুন এই আইন যুক্ত করা হয়।

সেখানে বলা হয়েছে, যৌন হয়রানিতে অভিযুক্ত ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে ওই ব্যক্তির নিজ খরচে স্থানীয় সংবাদপত্রে তার নামসহ রায়ের সারাংশ প্রকাশ করা যেতে পারে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ