ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানকে ৭৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২২, ২২:৪৭

আফগানিস্তানকে আরও ৩০ কোটি ৮০ লাখ ডলারের ত্রাণ সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে আফগানদের ৭৮ কোটি ২০ লাখ ডলারের সহায়তা দেবে ওয়াশিংটন। মঙ্গলবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

এর বাইরে আফগানিস্তানকে অতিরিক্ত ১০ লাখ ডোজ করোনার টিকা দেবে। এর ফলে ওয়াশিংটনের কাছ থেকে মোট ৪৩ লাখ ডোজ টিকা পাবে কাবুল।

মার্কিন সরকার জানিয়েছে, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে আশ্রয়, স্বাস্থ্যসেবা, শীতকালীন সহায়তা, জরুরী খাদ্য সহায়তা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সহায়তা আফগানিস্তানে পাঠাবে।

জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশ অর্থাৎ প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ চরম ক্ষুধার সম্মুখীন এবং প্রায় ৯০ লাখ মানুষ শীত মৌসুমের পর দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ