ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাথরুমে সন্তান প্রসব, ডাস্টবিনে ফেলে উধাও তরুণী 

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২২, ২২:০৯
সংগৃহীত ছবি

বাথরুমে সন্তান প্রসব করার পর নিজের নবজাতককে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যান ১৮ বছর বয়সি মা অ্যালেক্সিস আভিলা। তিন ঘন্টা পর তিনজন লোক ওই ডস্টিবিন থেকে নবজাতককে জীবিত উদ্ধার করেন।

গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে। নবজাতককে ডস্টিবিনে ফেলে দেয়ার ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নারী পুলিশকে বলেছেন, বাথরুমে ওই সন্তানের জন্ম দেয়ার আগের দিন পর্যন্ত জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।

এ ঘটনার জেরে অ্যালেক্সিস আভিলাকে গ্রেফতার করলেও ১০ হাজার ডলারের মুচলেকা নিয়ে পুলিশ তাকে পরে ছেড়ে দেয়। তবে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী সময়ে লিয়া কাউন্টি জেলা আদালতে সাজা দেয়া হবে।

ভিডিওতে দেখা যায়, এক নারী নিউ মেক্সিকোর হবস এলাকার একটি ডস্টিবিনের কাছে একটি সাদা ভক্সওয়াগন গাড়ি নিয়ে আসেন। এরপর গাড়ির পেছনের দড়জা খুলে শিশুটিকে পাশের ডস্টিবিনে ফেলে দেন। এর তিন ঘন্টা পর তিনজন লোক ওই ডস্টিবিন থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ