ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নারীদের হিজাব পরার নির্দেশ তালেবানের

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২২, ০৮:৪০

আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর থেকেই নারীদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রকাশ্যে চলাফেরা, পুরুষসঙ্গী বিহীন ভ্রমণে বাধাসহ সরকাররের কঠোরতা রয়েছে নারীদের প্রতি।

এবার নারীদের হিজাব পরার নির্দেশ সম্বলিত ব্যানার টানিয়েছে সে দেশের সরকার। গত রবিবার দেশটির ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’-বিষয়ক মন্ত্রণালয় রাজধানী কাবুলজুড়ে দেয়াল ও গাছে এই ব্যানার ও প্ল্যাকার্ড টানিয়ে দেয়। গতকাল সোমবার আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নারীদের বোরকা ও হিজাব পরতে রাজধানী শহরজুড়ে ব্যানার টাঙানোর পাশাপাশি সমগ্র আফগানিস্তানের গাড়িচালকদের প্রতিও নতুন নির্দেশনা দিয়েছে তালেবান। এই নির্দেশনায় বলা হয়েছে, হিজাব না পরলে কোনো নারীকে গাড়িতে আসন দেওয়া যাবে না। খবরে আরও বলা হয়, তালেবান ক্ষমতা নেওয়ার পর এই প্রথম এ ধরনের ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে।

ব্যানারে দেওয়া নোটিশে লেখা রয়েছে, ‘শরীয়াহ আইন অনুযায়ী, একজন মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরতে হবে। কারণ এটিই শরীয়াহ আইনের নির্দেশ।’

উল্লেখ্য, তালেবানরা ক্ষমতা গ্রহণের সময় নারী স্বাধীনতার অঙ্গীকার করলেও যতই দিন যাচ্ছে ততই নারীদের কোণঠাসা করা হচ্ছে। নারীর অধিকার হরণ থেকে শুরু করে নারীশিক্ষার ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ