ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে গেলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন 

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২২, ২০:৩৮
সংগৃহীত ছবি

ভারতে অবতরণ করা যাত্রীদের জন্য নতুন বিধিমালা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন বিধি অনুসারে, সব যাত্রীদের জন্য সাতে দিনের হোম কোয়ারেন্টিন ও অষ্টম দিনে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

নতুন এই বিধিমালা আগামী ১১ জানুয়ারি থেকে কার্যকর হবে। করোনার উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে তবেই তিনি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাবেন। পাশাপাশি সেই রিপোর্টের প্রতিলিপি আপলোড করতে হবে এয়ার সুবিধা পোর্টালে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ