ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইতালিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ছাড়ালো, মৃত্যু ১৯৮

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২২, ০৪:৫৬

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রামণ ও মৃত্যু উভয়ই বেড়েছে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৯ হাজার ৪৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে অন্তত ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ দিন ১১ লাখ ৩৮ হাজার ৩১৩ জনের করোনা পরীক্ষা করা হয়।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) দেশটিতে নতুন করে আক্রান্ত হয় ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন এবং মারা যান ২৩১, যা কয়েক দিনের তুলনায় বেশি। ২০২১ সালের শেষের দিকে থেকেই করোনা বাড়তে থাকে দেশটিতে। বছরের শেষদিন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন আক্রান্ত হয় ও মারা যান ১৫৫ জন।

একই সঙ্গে নতুন বছরের প্রথম দিন ১ লাখ ৪১ হাজার ২৬২ জন নতুন করে আক্রান্ত হয়। এ দিনে ১১১ জন মারা যান।

এদিকে সব কিছু স্বাভাবিকভাবে চললেও বাড়তি সতর্কতা বাড়ানো হয়েছে। এরমধ্যে এফএফপি২ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ফ্লাইটসহ বিভিন্ন যানবাহনে। জানা গেছে, এফএফপি২ মাস্ক ছাড়া অনেক যাত্রীকে বিমানে উঠতে দেয়নি বিমান কর্তৃপক্ষ।

দেশটির সরকার বরাবর দেশের অর্থনীতি ও জনগণের খাদ্য, কর্ম নিশ্চিতে যথাযথ চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বুস্টার দেওয়া অব্যাহত রয়েছে। কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের কাজের সময় পরিবর্তন করে দুইভাগে বিভক্ত করা হয়েছে। যাতে করোনার প্রভাবে প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায়।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ