হঠাত করে সারা বিশ্বে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও করোনা সংক্রমনের নতুন রেকর্ড। দেশটিকে করোনা শনাক্ত হওয়ার পর এই প্রথম দৈনিক সংক্রমণ ২ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে।
আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান সাময়িক বন্ধসহ দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। আগে নিয়ম ছিল ৪৮ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদ থাকতে হতো।
মন্ত্রিপরিষদে জমা পরা বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় ও প্রবাসীরা ৫০ বছর বয়সের পর থেকে যেকেউ নিবন্ধন ছাড়া বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। ১৬- ৫০ বছর বয়সিদের নিবন্ধন করে বুস্টা টিকা গ্রহণ করতে হবে।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ