ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পাত্রী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন!

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২২, ০৪:১৯ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২, ০৬:৩৭

বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজতে পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার প্রচলন সবার জানা আছে। কিন্তু পাত্রপাত্রী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার নজির বোধহয় নেই। এবার সেই নজির স্থাপন করেছেন যুক্তরাজ্যের এই যুবক।

দেখাশোনা করে বিয়ে বা অ্যারেঞ্জ ম্যারেজে তার দারুণ ভয়। তাই উপযুক্ত স্ত্রী খুঁজে পেতে রীতিমতো বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের বার্মিংহাম জুড়ে বেশ কয়েকটি বিলবোর্ডে চোখে পড়বে হাস্যোজ্জ্বল এক তরুণের বিজ্ঞাপন। মূলত স্ত্রীকে খুঁজে পেতেই এই অভিনব পন্থা খুঁজে বের করেছেন মোহাম্মদ মালিক (২৯) নামে ওই যুবক।

২০ ফুট বিলবোর্ডে দেওয়া বিজ্ঞাপনে নিজের হাসিমুখে তোলা ছবির পাশে মালিক লিখেছেন, আমাকে আরেঞ্জ ম্যারেজের হাত থেকে রক্ষা করুন।

মালিক পেশার একজন ইনোভেশন কনসালট্যান্ট এবং উদ্যোক্তা। লন্ডনের বাসিন্দা মালিক বার্মিংহামকেই তার সেকেন্ড হোম মনে করেন।

স্থানীয় সংবাদমাধ্যম বার্মিংহাম লাইভকে তিনি বলেন, বিশেষ কাউকে খুঁজে পাওয়ার প্রচলিত পদ্ধতিতে কাজ না হওয়ায় এই অভিনব পন্থা বেছে নিয়েছেন তিনি।

মুসলিম এই যুবক জানান, তার স্ত্রীর বয়স হতে হবে ২০ এর কোঠায়। এছাড়া তাকে ধার্মিক হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ