ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ১৪ হাজার

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২২, ০৩:৫১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২, ০৬:৩৭

ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। একদিনে সংক্রমণের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৭০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪০ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে কলকাতায় এবং উত্তর ২৪ পরগনায় প্রাণ গেছে পাঁচ জন করে করোনা রোগীর। এখন পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গেছেন ১৯ হাজার ৮২৭ জন। বুধবার সংক্রমণমুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। সেখানে করোনা সংক্রমণের হার ২৩.১৭ শতাংশ।

বুধবার (৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর যে বুলেটিন প্রকাশ করে, তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২২ জন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভয় ধরাচ্ছে কলকাতা ও হাওড়ার পরিস্থিতি। মাত্র সাত দিনে কলকাতা শহরে কোভিড-১৯ সংক্রমণের হার পৌঁছে গেল ৪৪.৫ শতাংশে। পাশের জেলার হাওড়াতেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে সংক্রমণের হার গত এক সপ্তাহে ৩০.১৪ পৌঁছেছে শতাংশে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ