ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

এলপিজির মূল্যবৃদ্ধি : কাজাখস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ 

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২২, ১৭:১৩

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তান সাধারণ মানুষের আন্দোলনে সরকার পতন হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।। উপপ্রধানমন্ত্রী আলী খান ইসমাইলভ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

এর আগে মঙ্গলবার এলপি গ্যাসের উপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নিয়েছিলে সরকার। ফলে এলপি গ্যাসের দাম একদিনে ব্যাপক বেড়ে যায়। এর প্রতিবাদে মঙ্গলবার থেকেই প্রতিবাদ শুরু হয়। বুধবার প্রতিবাদ সহিংস রূপ নেয়।

আন্দোলন দমাতে সরকার প্রথমে সারাদেশে জরুরি অবস্থা জারি করে। তবুও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পরে পদত্যাগ করে সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার কাজাখস্তানের তেলের শহর বলে পরিচিত মেঙ্গিস্টাতে প্রথম প্রতিবাদ শুরু হয়। পরে তা দ্রুত তেলসমৃদ্ধ দেশটির অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার দিন পেরিয়ে রাতেও তারা রাস্তায় অবস্থান করেন। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করে। কিন্তু পরদিন বুধবার তা আরও তীব্র হয়ে উঠে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয় সরকার।

তবে রয়টার্সের খবরে বলা হয়, সরকার পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। বুধবার সরকারি অফিস ও ব্যাংকে প্রবেশ করে ভাঙচুরও করছেন বিক্ষোভরতরা।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী আলমাতি শহরের মেয়রের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এর পাশেই শহরের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে আগুন জ্বলছে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ