ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

করোনার টিকা কি বন্ধ্যাত্ব ডেকে আনছে?

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২২, ১১:৫৯

করোনার টিকা নিয়ে শুরু থেকেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। গুঞ্জনও উঠেছে যে করোনার টিকা বন্ধ্যাত্ব ডেকে আনা বা প্রজননের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই জন্য অনেক গর্ভবতী মহিলা ও অনেক দম্পতি যারা সন্তান পরিকল্পনা করছেন, তারা টিকা নেবেন কি না তা নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন।

তবে এ বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোভিড ভ্যাকসিন বন্ধ্যাত্ব ডেকে আনে ও প্রজননের ক্ষেত্রে অন্যান্য নানাবিধ সমস্যা তৈরি করে, এটা সম্পূর্ণটাই একটা ভুল ধারণা।

গবেষকরা বলছেন, বাজারে যতগুলো করোনার টিকা রয়েছে, তার মধ্যে একটিও নারী বা পুরুষের ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে, এর কোনো প্রমাণই নেই।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারী ও পুরুষ উভয়ই নিশ্চিন্তে করোনার টিকা নিতে পারবেন। কারণ এই টিকা একদম সুরক্ষিত। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এ বিষয়ে মার্কিন সংস্থা সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি) বলছে, শুধু করোনার টিকা বলে নয়, কোনো টিকাই নারী বা পুরুষ কারও ক্ষেত্রে বন্ধ্যাত্ব ডেকে আনে না বা প্রজননে কোনো সমস্যা করে না। আজ পর্যন্ত এর কোনো প্রমাণ নেই।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ