ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শতাধিক নারীকে বিক্রির জন্য নিলামে, শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২২, ২০:৩৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২২, ২০:৫১
প্রতীকী ছবি

শতাধিক নারীকে অনলাইন বিক্রির জন্য নিলামে তোলার ঘটনায় এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মুম্বাই পুলিশের সাইবার সেল বেঙ্গালুরু থেকে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, তিনি প্রকৌশলের ছাত্র।

তবে ওই শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তার বয়স ২১ বছর। নারীদের নিলামে তোলার ঘটনায় গত রোববার একটি মামলা হয়েছে মুম্বাইয়ে। তবে এই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া দিল্লিতেও একটি মামলা হয়েছে।

এদিকে মুম্বাই ও দিল্লির থানা-পুলিশে প্রাথমিক অভিযোগের পর কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক মন্ত্রী অশ্বিনী বিষ্ণু এক টুইট বার্তায় গত রোববার লিখেছেন, দিল্লি ও মুম্বাইয়ের পুলিশের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

এর আগে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছিল, নিলামে বিক্রির জন্য যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, সেটির নাম ‘বুল্লি বাই’। ভারতের শতাধিক নারীর ছবি আপলোড করা হয়েছিল ওই অ্যাপে। এসব নারীর মধ্যে বলিউডের অভিনেত্রী শাবানা আজমিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনীতিবিদ। এই নারীদের সবাই মুসলিম।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ