ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল 

হাজারো বাড়ি পুড়ে ছাই, নিখোঁজ ৩ 

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২২, ১৯:৫৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২২, ১৯:৫৭

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।

শনিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

তবে এর আগে কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের রিপোর্ট পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ডেনভার মেট্রোপলিটান অঞ্চলে দাবানলের শুরু হয়। বাতাসের গতি প্রতিঘণ্টায় ১০০ মাইলের বেশি থাকায় সুপিরিয়র ও লুইসভিলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে হাজার হাজার মানুষকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রায় দুই ঘন্টায় ছয় হাজার একর এলাকা পুড়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। বোল্ডারের কাউন্টি শেরিফ জো পেলে নিখোঁজ তিনজনের শনাক্তের বিষয়ে অস্বীকার করেন এবং বলেন তারা বাড়িতেই ছিলেন এবং আগুনে পুড়ে গেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বোল্ডারে ১০ ইঞ্চির বেশি বরফ পরেছে এতে করে নিখোঁজদের খুঁজে বের করার প্রক্রিয়া জটিল হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ