ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

২০২২ সালে কি বিদায় নিচ্ছে করোনা?  

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২২, ০৫:৫২
সংগৃহীত ছবি

২০১৯ সালে শেষ দিকে প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে কেটে গেছে দুই বছর। বিশ্বজুড়ে ২৮ কোটি ৭০ লাখের বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৫ লাখের মতো মানুষ। এই মহামারি বিশ্ব অর্থনীতিসহ নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে।

ইতিমধ্যেই করোনার তিনটি ঢেউ মোকাবেলা করে সদ্য শনাক্ত ওমিক্রনের কারণে চতুর্থ ঢেউ সামলাতে প্রস্তুত হচ্ছে বিশ্ববাসী।

তবে ২০২২ সালে করোনাকে পরাজিত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস। করোনা সংক্রমণের দুই বছর পর প্রথম বারের মতো এমন আশাবাদ ব্যক্ত করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া একটি বিবৃতিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আশা করছেন, ২০২২ সালে করোনা মহামারি হার মানবে। তবে এ জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে একটি হলো, করোনার সংক্রমণ রোধে দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

বিবৃতিতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা বজায় থাকলে ভাইরাসের নতুন ধরন আসার ঝুঁকি বাড়বে। তিনি আরও বলেন, ‘আমরা যদি এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারি তবে করোনার মহামারি বিদায় নেবে।’

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ