ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানের হামলায় ৪ পাক সেনা নিহত

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২২, ০৫:২০
প্রতীকী ছবি

পাকিস্তানি তালেবানের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে পাক সেনাদের। এতে দেশটির চার সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

শুক্রবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির পর এটি পাকিস্তানি তালেবানের সবচেয়ে ভয়াবহ হামলা।

পাক সেনা বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানে মীর আলী শহরে নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধ হয়। এ সময় এক সন্ত্রাসীকে গোলা বারুদসহ গ্রেফতার করা হয়েছে।

তেহরিক-এ-তালেবান পাকিস্তানের (টিটিপি) পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাতে তাদের পাল্টা হামলায় পাকিস্তানের সাত সেনা নিহত হয়েছেন। তবে তাদের কোনো সদস্যের ক্ষতি হয়নি।

আলাদা একটি ঘটনায় শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টিটিপির দুই সদস্যকে বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এ নিয়ে টিটিপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ