ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুসলিমপ্রধান কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বহাল চান ট্রাম্প

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২১, ১১:১৩
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমপ্রধান কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। আমেরিকাকে নিরাপদ রাখার জন্যই এমন নিষেধাজ্ঞা জরুরি বলে মনে করেন ট্রাম্প। আমেরিকায় শরণার্থীর সংখ্যা সীমিত রাখার জন্যও তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় ১৯ এপ্রিল ফ্লোরিডার মার-এ-লাগো থেকে দেওয়া এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জঙ্গিরা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে লোকজনকে দলে টানছে জঙ্গিরা। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে অধিকতর কৌশলী পদক্ষেপ নিতে হবে।

ট্রাম্প বলেন, ‘আমাদের সাধারণ বুদ্ধি-জ্ঞানের ব্যবহার করতে হবে। অভিবাসন নিয়ে ইউরোপ যে ভুল করেছে, আমেরিকা যেন একই ভুল না করে।’

ট্রাম্প বিবৃতিতে বলেন, তাঁর শাসনামলের আগে যুক্তরাষ্ট্রও ইউরোপের মতো ভুল করে আসছিল। জঙ্গিদের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতে ইচ্ছুক হলে তাঁর সময়ের নিষেধাজ্ঞাগুলো বাইডেনকে পুনর্বহাল করতে হবে।

বাইরের দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের আরোপিত সব নিয়ন্ত্রণমূলক নিয়মনীতি আবার চালু করার জন্য বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট। পাশাপাশি শরণার্থী গ্রহণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এসব তিনি নিজের শাসনকালে সাফল্যর সঙ্গে করে এসেছেন বলে ট্রাম্প তাঁর বিবৃতিতে উল্লেখ করেন।

শপথ গ্রহণের প্রথম দিনই প্রেসিডেন্ট বাইডেন তাঁর পূর্বসূরি ট্রাম্পের আরোপিত মুসলিমপ্রধান কয়েকটি দেশ থেকে আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা উঠিয়ে দেন। ট্রাম্প ক্ষমতায় এসেই মুসলমানপ্রধান দেশগুলোকে লক্ষ্যবস্তু করে এমন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ নিয়ে মার্কিন উদারনৈতিকেরা প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করেননি ট্রাম্প।

গত প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ট্রাম্প মুসলমানদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেছিলেন। আমেরিকার জনগণের নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ জরুরি বলে ট্রাম্প দাবি করেছিলেন। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ রক্ষণশীল লোকজনের মধ্যে ট্রাম্পের এমন মনোভাবের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ