কলেজের ক্যাম্পাসে ভোরে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। এ ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি কলেজে।
পুলিশ জানিয়েছে, সৌভাগ্যবশত এ ঘটনার সময় কলেজটি তখন বন্ধ ছিল এবং আশেপাশে কেউ ছিল না। এক পর্যায়ে চিতাবাঘটি চলে গেলেও যাওয়ার আগে সে একটি কুকুরকে মেরে ফেলে। কলেজের প্রহরী কুকুরের মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা ‘বড় বিড়ালের ছোবলের’ চিহ্ন খুঁজে পান। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এটি গত কয়েক মাস ধরেই এলাকায় চলাফেরা করছিল।
পুলিশ জানিয়েছে, এলাকাটি মাদুক্কারাই বনের কাছাকাছি। গ্রামবাসীরা ইতোমধ্যেই এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কয়েক দিন আগে তারা সেখানে মাংসাশী প্রাণীটির চলাচলের একটি ভিডিও হস্তান্তর করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ