ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনার খনি ধসে ৩৮ জনের প্রাণহানি

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৫৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৫৯
সংগৃহীত ছবি

সুদানের পশ্চিম কোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনি ধসে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির রাষ্ট্র পরিচালিত খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ ধাহওয়া বলেন, খার্তুমের প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমের শহর নুহুদের কাছের স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি এএফপিকে বলেন, সেখানে খনি ধসে পড়ার কারণে ৩৮ জন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে কোম্পানির আরেক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে একই খনিতে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। ওই সময় কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয় এবং সেখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। তবে দুমাস আগে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে চলে যায়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ