ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আরও একটি মসজিদ বন্ধ করল ফ্রান্স 

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭
সংগৃহীত ছবি

ইমামের বিরুদ্ধে চরমপন্থী মতাদর্শ ছড়ানোর অভিযোগ তুলে ফ্রান্সের প্যারিসের উত্তরাঞ্চলে একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটির রাজধানী প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরে ৫০ হাজার মানুষের শহর বিউভাইসে ওই মসজিদটির অবস্থান। মসজিদটি আগামী ছয় মাসের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুই সপ্তাহ আগেই ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছিলেন, ওই মসজিদের ইমাম তার বক্তব্যে ‘খ্রিস্টান, সমকামী ও ইহুদিদের’ বিরুদ্ধে কথা বলায় বেউভাইসের মসজিদ বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন। এর মধ্যেই মসজিদটি সাময়িকভাবে বন্ধে হয়ে গেলো।

বন্ধের কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, মসজিদটির ইমাম কথাবার্তার মাধ্যমে ঘৃণা ও সহিংসতায় উস্কানি দিচ্ছে। একইসঙ্গে ‘জিহাদের পক্ষে সাফাই’ গাইছেন তিনি। সূত্র: বিবিসি

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ