ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়ে করোনা পজিটিভ, আইসোলেশনে নাফতালি 

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:০৩

ইসোলেশনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। স্থানীয় সময় রোববার নিজ বাড়িতে আইসোলেশনে যান তিনি। এর আগে তার ১৪ বছর বয়সী কন্যার করোনা শনাক্ত হয়। এরপরই জনসমাগম এড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। খবর_রয়টার্স

নাফতালি বেনেটের দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী কাজে দেয়ার জন্য করোনা পিসিআর টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। তবে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেই কাজে যোগ দেবেন তিনি।

এদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই বেনেট কন্যার করোনা শনাক্ত হলো। খবর পেয়েই তিনি নিজ বাসার উদ্দেশে যাত্রা করেন। করোনা শনাক্ত হওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর কন্যা অবশ্য আগেই ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ